বিশ্বকর্মা পূজাকে ঘিরে সেজে উঠেছে শহরের বিভিন্ন এলাকা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকর্মা পূজাকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বুধবার দেবশিল্পী বিশ্বকর্মার আধাধনায় বিলীন হবেন বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ। মঙ্গলবার সকাল থেকেই বাছারে ভিড় জমিয়ে পূজা আয়োজনের কেনাকাটায় মানুষকে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। এদিকে, কিছু দিনের ধারা বর্ষুণে বরাক নদীর জল বিপদ সিমা অতিক্রম করেছে। এবং আগামী কিছুদিন জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ার ও সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতির আশঙ্কাকে পেছনে ফেলে মানুষ আনন্দ মুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা আয়োজনের প্রস্তুতি করছে।শিলচর শহরের কথা বলতে গেলে,স্থানীয় প্রতিমা নির্মাতারাও ভব্য মুর্তি নির্মাণ করে বাজারে পসরা সাজিয়ে বসেছেন।
বিভিন্ন সংগঠন ও পূজা কমিটির সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও দেব শিল্পী বিশ্বকর্মার মূর্তি ক্রয় করে মণ্ডপে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ফল ও মিষ্টির দোকানেও মানুষকে উৎসাহের সঙ্গে ভিড় জমিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। সবমিলিয়ে বুধবার আয়োজিত হতে যাওয়া বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা।