সংঘর্ষে খতম শীর্ষ মাওবাদী নেতা সোরেন

১৫ সেপ্টেম্বর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল শীর্ষ মাওবাদী নেতার। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। মৃতের নাম সহদেব সোরেন। তিনি নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তাঁর।

এদিনের অভিযানে সহদেব ছাড়াও মৃত্যু হয় আরও দুই মাওবাদীর। তাঁদের নাম রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, জোনাল কমিটির সদস্য ছিলেন বীরসেন। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ।

এদিন কোবরা ব্যাটালিয়ন, গিরিডি এবং হাজারিবাগ পুলিশ যৌথ অভিযান চালায়। গিরিডি-বোকারো সীমানার কাছে কারান্দি গ্রামে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে ওই তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, তিন জনের দেহ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান জারি আছে। ছবি প্রতীকী।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!