প্রতিমা বিসর্জন যাত্রায় ট্রাকের চাকায় পিষ্ট ৮ জন

১৩ সেপ্টেম্বর : গণেশ চতুর্থীর শেষ দিনে আনন্দ মুহূর্তে শোকে পরিণত হলো। কর্নাটকের হাসান জেলার মোসালে হোসাহাল্লি গ্রামে প্রতিমা বিসর্জন যাত্রায় একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়লে পিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২০ জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে যখন বিসর্জন যাত্রা চলছিল, তখনই ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক। স্থানীয়দের অভিযোগ, আরকালাগুডু থেকে আসা একটি লজিস্টিক কোম্পানির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ. ডি. কুমারস্বামীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

Spread the News
error: Content is protected !!