হট এয়ার বেলুনে বিপত্তি, দুর্ঘটনার শিকার মুখ্যমন্ত্রী

১৩ সেপ্টেম্বর : হট এয়ার বেলুনে মুখ্যমন্ত্রী, ঠিক তখনই লেগে গেল আগুন! ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। অল্পের জন্য প্রাণ বাঁচল মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। বেলুনে আগুন লাগতেই কোনওমতে তাঁকে টেনে বের করা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

শনিবার মন্দসৌরে গিয়ে দুর্ঘটনার শিকার সেরাজ্যের CM মোহন যাদব। আসলে তিনি কিছু প্রকল্প উদ্বোধন ও পর্যালোচনা করতে গান্ধিসাগর ফরেস্ট রিট্রিটে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হট এয়ার বেলুনে চড়েছিলেন। কিন্তু ওড়ার আগে, প্রবল বাতাসের কারণে বেলুনটিতে আগুন ধরে যায়। তবে, ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাত তাঁকে বেলুন থেকে বের করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Spread the News
error: Content is protected !!