দেওয়াল পত্রিকা ‘লাইব্রেরি ভোগ’ এর উন্মোচন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : শিলচর রাধামাধব কলেজ এর বিপিন চন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির দেওয়াল পত্রিকা ‘লাইব্রেরি ভোগ’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী এবং আইকিউএসি কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালী চৌধুরীর হাত ধরে দেওয়াল পত্রিকাটির উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশীষ রায় এবং কলেজের অন্যান্য শিক্ষক যথাক্রমে ডঃ রুমা নাথ চৌধুরী, ড. নবনীতা দেবনাথ, সুমিতা বোস, অর্চিস্মিতা রায়, পৌমিতা রায়, পারমিতা দে, প্রিয়াঙ্কা বৈদ্য, ত্রয়ী ভট্টাচার্য, অভিষেক দাস, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ সহ গ্রন্থাগারের অন্যান্য কর্মীরা।

এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, দেওয়াল পত্রিকাটি লাইব্রেরি কর্মী উজ্জ্বল কর্মকারের তত্বাবধানে লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের ছাত্রদের দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং তিনি এই কাজে জড়িত উজ্জ্বল কর্মকার সহ ছাত্র অঙ্কিতা নাথ চৌধুরী, বাপ্পি দাস, শিবানী দাস, প্রীতি দাস এবং যুগোমায়া দাসকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন ছাত্রদের শৈল্পিক সৃজনশীলতা দেওয়াল পত্রিকাতে খুব বেশি প্রতিফলিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের জন্য উচ্চ প্রশংসা করেন। অধ্যক্ষ আরও বলেন, রাধামাধব কলেজের বিপিন চন্দ্র মেমোরিয়াল লাইব্রেরি শুধুমাত্র একটি লাইব্রেরি নয় এটি বরাক উপত্যকার অন্যতম একটি লাইব্রেরি। তিনি বলেন, রাধামাধব কলেজের এই লাইব্রেরিতে ২০০৮ সালে বরাক উপত্যকার মধ্যে প্রথম ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর ডিপ্লোমা কোর্স শুরু হয়েছিল এবং আজকের দিনে এখান থেকে অনেক ছাত্র ছাত্রী লাইব্রেরি সাইন্সের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়েছে।

এদিকে, কলেজ লাইব্রেরিয়ান ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী বলেন, দেওয়াল পত্রিকার এবারের থিম ছিল ‘ইলেকট্রনিক রিসোর্সেস অব দ্য লাইব্রেরী’। তিনি বলেন, ই-রিসোর্স আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের লাইব্রেরিতে আছে। দেওয়াল পত্রিকার দ্বিতীয় সংস্করণের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

Spread the News
error: Content is protected !!