সোনাবাড়িঘাটে কাল মুখোমুখি হচ্ছে হাওয়াইথাং-সোনাবাড়িঘাট

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ দিন ফেরিঘাট সংলগ্ন মাঠে মুখোমুখি হচ্ছে মারিয়া এফসি হাওয়াইথাং ও শামিম এফসি সোনাবাড়িঘাট। বিকেল সাড়ে তিনটে শুরু হবে ম্যাচ। 

Spread the News
error: Content is protected !!