ভিক্টরি ক্লাবের দুরন্ত জয়

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আশুতোষ চৌধুরী ও বেলারানি চৌধুরী স্মৃতি এ ডিভিশন ফুটবল লিগে আজ দর্শকরা উপভোগ করলেন একতরফা গোলের উৎসব। শ্রীভূমি ময়দানে অনুষ্ঠিত এই ম্যাচে ভিক্টরি ক্লাব ঝড় তুলল প্রতিপক্ষের ডিফেন্সে। একের পর এক আক্রমণে নাস্তানাবুদ করে দিল বনমালী স্পোর্টস ক্লাবকে। ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয় ভিক্টরি ক্লাব। এতে লিগের শীর্ষে ওঠার আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে।

ম্যাচের শুরু থেকেই ভিক্টরির ফুটবলাররা দারুণ ছন্দে ছিলেন। মাত্র ১৫ মিনিটেই আসিফুজ্জামান তাঁর নিখুঁত ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোল করেন। দর্শকাসনে তখন উচ্ছ্বাসের ঢেউ। সেই আনন্দ যেন আরও বাড়িয়ে দেন সজল আহমদ, যিনি ১৮ মিনিটে চমৎকার এক শটে দলের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই (৩৮ মিনিটে) আবারও গোলের সুবাস ছড়ান সজল। ফলে বিরতিতে ভিক্টরি ৩-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বনমালী কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ভিক্টরির রক্ষণভাগ ছিল অটল। মাঝমাঠে ধারাবাহিক পাসিং আর আক্রমণে দ্রুততার জোরে তারা বারবার ভেঙে দিল প্রতিপক্ষের প্রতিরোধ। ৭০ মিনিটে আসিফুজ্জামান তাঁর দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-০ তে। এরপর গোল না হলেও ভিক্টরি ক্লাব পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিক্টরি ক্লাবের সজল আহমদ। তাঁকে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার জিশু দাস।

Spread the News
error: Content is protected !!