পাঠ্যসূচির বাইরে জীবন থেকেও পাঠ নিতে হবে ছাত্রছাত্রীদের : সঞ্জীব দেবলস্কর

‘হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার’ প্রদান রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার কমিটি রাধামাধব কলেজের উদ্যোগে সোমবার কলেজ অডিটোরিয়াম হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্য্যায়ের চূড়ান্ত পরীক্ষায় কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ ছয় জন মেধাবী ছাত্রছাত্রীকে ‘হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড° সুপ্রবীর দত্তরায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস। মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব দেবলস্কর।

মর্যাদাপূর্ণ হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার প্রাপক মেধাবী এই ছয় জন ছাত্র ছাত্রী হলেন- কলা বিভাগের রনাল্ড জপারলিয়েন (ইংরেজি সাম্মানিক), দেবশ্রী রায় (দর্শন সাম্মানিক), খুশবু দাস (এডুকেশন সাম্মানিক), বাণিজ্য বিভাগে (অনার্স) এর তিন ছাত্র যথাক্রমে অঙ্কিত দেব, রাজু ত্রিপুরা ও বিনায়ক দত্ত। উল্লেখ্য শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যেতে তাদের উৎসহিত করার লক্ষ্যে প্রতি বছর এধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এদিনের সভায় পৌরহিত্য করেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী।

পাঠ্যসূচির বাইরে জীবন থেকেও পাঠ নিতে হবে ছাত্রছাত্রীদের : সঞ্জীব দেবলস্কর

মুখ্য অতিথির বক্তব্যে ডঃল. সুপ্রবীর দত্তরায় পুরস্কৃত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, এই সফলতাই যাতে তাদের জীবনে শ্রেষ্ঠত্বের সাধনার শেষ না হয়। তিনি বলেন, ছাত্রছাত্রীদের এখানে না থেমে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে এবং ভবিষ্যত জীবনে যাতে আরও সফলতা মিলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রফেসর বেলা দাস বলেন, ছাত্রদের ভালো ছাত্র হয়ে ওঠা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন ভালো মানুষ হয়ে উঠাটাও জরুরী। কারণ, ভালো ছাত্র ছাত্রীদের কাছে পরিবার, শিক্ষক এবং সমাজের অনেক প্রত্যাশা থাকে। মুখ্যবক্তা ড. সঞ্জীব দেবলস্কর ‘সিলেবাসের বাইরে’ শীর্ষক বিষয়ে আলোকপাত করেন। তিনি ছাত্র ছাত্রীদের বলেন পড়াশোনা কেবল মন দিয়ে করলে হবে না চোখ দিয়েও অর্থাৎ বানানের উপর গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাঠ্যসূচির বাইরে জীবন থেকেও পাঠ নিতে হবে ছাত্রছাত্রীদের বলে মন্তব্য করেন সঞ্জীব দেবলস্কর। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী তার স্বাগত বক্তব্যে দিনটিকে প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। তিনি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সকল শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে ভাল মানুষ হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন। এদিকে রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় বলেন এধরণের একটা মহতী অনুষ্ঠানে অংশ নেওয়া তার কাছে অনেক গর্বের বিষয় । তিনি আশ্বাস দিয়ে বলেন তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসহিত করতে হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি পুরস্কার লাভ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর হৃষিকেশ শেফালিকণা স্মৃতি পুরস্কারে ভূষিত ছাত্রছাত্রীদের শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের তরফে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিধান করিয়ে ও স্মারক সম্মাননা দিয়ে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ড. অনুপ কুমার রায়, প্রাক্তন অধ্যক্ষ ড. অসীমা রায়, ড. প্রভাত কুমার সিনহা, ড. দেবাশিস রায়, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, ড. অভিষেক রায়, শশাঙ্কশেখর ধর প্রমুখ। ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। 

এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক বৈশালী চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক অর্চিস্মিতা রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। পুরস্কার স্পন্সর করেন রাধামাধব কলেজের জমিদাতা পরিবার, প্রতি বছরই তারা এই পুরস্কার প্রদান করে আসছেন।

Spread the News
error: Content is protected !!