বিশ্ব হৃদ্ দিবসে স্বাস্থ্য-সচেতনতা অধিবেশন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম রাইফেলস নুংবা, নোংগে জেলায় মহা উৎসাহের সঙ্গে বিশ্ব হৃদ্ দিবস উদযাপন করেছে। হৃদ্স্বাস্থ্যের গুরুত্ব, হৃদ্রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের উপর গুরুত্ব দিয়ে একটি স্বাস্থ্য-সচেতনতা অধিবেশন আয়োজিত হয়।
একটি আন্তঃক্রিয়াশীল অধিবেশনও অনুষ্ঠিত হয়, যেখানে চিকিৎসা বিশেষজ্ঞরা প্রশ্নের উত্তর দেন এবং সুস্থ হৃদয় কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সিপিআর এর উপর একটি বিশেষ পাঠও আয়োজিত হয়। হৃদরোগের ঝুঁকি কমাতে অনুষ্ঠানে নিয়মিত ব্যায়াম, সুষম আহার এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্যকর অভ্যাস প্রচার করা হয়।
আসাম রাইফেলস নুংবার স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সবসময় সক্রিয়ভাবে যুক্ত থেকে কল্যাণমূলক কার্যকলাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সহযোগিতা প্রদান করছে। বিশ্ব হৃদ্দিবস উদযাপন তাদের সেই প্রচেষ্টারই একটি অংশ।