শিলচরে সশস্ত্র হামলায় দুই যুবক গ্রেফতার, উদ্ধার অস্ত্র
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : শিলচরে সশস্ত্র হামলার ঘটনায় কাছাড় পুলিশ বড় সাফল্য অর্জন করেছে। রবিবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে জানান, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আশ্রম রোডে সানলাইট হাসপাতালের কাছে দুষ্কৃতীরা ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা নিলোৎপল দাসকে লক্ষ্য করে হামলা চালায়। দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে এসে তাকে থামায়। তাদের একজন বন্দুক দিয়ে গুলি চালালে নিলোৎপলের ডান হাতে গুরুতর আঘাত লাগে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় নিলুতপলকে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্ট থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা হলেন ডেভিড মার ও ক্রিস্টোফার ভানলালপেকা (২২)।
উভয়ের বাড়ি মিজোরামের তুইকুয়ালে।
অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে একটি অস্ট্রিয়ান তৈরি গ্লক এয়ারগান পিস্তল (৬ রাউন্ড গুলিসহ), অতিরিক্ত ১৬ রাউন্ড গুলি, একটি অ্যাপল আইফোন, সিওটু গ্যাস সেল, নগদ ২০ হাজার টাকা, একটি আলপিনেস্টার ব্যাগ এবং একটি হিরো এক্স-পালস বাইক (MZ-01-AC-0336) উদ্ধার করে। সব সামগ্রী সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
ঘটনায় শিলচর থানায় মামলা নং ৮৮৬/২৫ রুজু হয়েছে এবং তদন্ত চলছে।