রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন। শনিবার এই বৈঠকের বিস্তারিত তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান এবং চিন সফর থেকে দেশে ফিরেছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) ২৫তম বৈঠকে যোগ দিয়ে মোদি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছিলেন। সেই আবহেই দেশের রাষ্ট্রপতির সঙ্গে মোদির এই সাক্ষাৎ যে বিশেষ তাৎপর্যপূর্ণ, সে কথা বলাই বাহুল্য।

অন্যদিকে, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ বন্যার কারণে শনিবার প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনে এনডিএ জোটের (NDA) সংসদ সদস্যদের জন্য একটি পূর্বনির্ধারিত নৈশভোজ বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। একই কারণে বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনেও একই ধরনের নৈশভোজ বাতিল করা হয়।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি একাধিক বন্যা-বিধ্বস্ত রাজ্য যেমন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং পঞ্জাব পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং ত্রাণ ও উদ্ধার অভিযান খতিয়ে দেখবেন। উল্লেখ্য, বর্ষার মরসুমের শুরু থেকে এই রাজ্যগুলিতে এখনও পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মুর্মুও প্রবল বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

Spread the News
error: Content is protected !!