মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি বিজেপির কর্মকর্তারা কচুদরমে
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : কচুদরম জিপি সভাপতি অপ্পুকুমার দাস মণ্ডল প্রভারি ভজন সেন ও দলীয় কর্মীদের নিয়ে শনিবার দুপুরে জিপি এলাকার ১২৩ নং বুথে অরুণোদয় হিতাধিকারিদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা বার্তা ও মহিলাদের সুলভ ইন্ধন যোজনার ফর্ম পূরন করে দিয়েছেন।
মহিলা হিতাধিকারিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জিপি সভাপতি অপুকুমার দাস কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপির সরকার গরিব অসহায় মহিলাদের কল্যানে অরুণোদয় প্রকল্প চালু করেছেন।তৃতীয় দফায় ও এবার মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জাতপাতের উর্ধে উঠে সরকার দুস্ত মহিলাদের জন্য এবার অরুণোদয় হিতাধিকারি মহিলাাদের উজ্বলা রন্ধন গ্যাসে ভর্তুকি দিয়েছেন। আগামী মাস থেকে মহিলারা উপকৃত হবেন। বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই ভোটের সময় বিজেপি প্রার্থী কে ভোট দেওয়া আপনাাদের কর্তব্য।বিজেপির ভিত আর ও মজবুত হয়ে বিধায়ক নির্বাচিত করলে উন্নয়নের গতি আর ও তরান্বিত হবে।
প্রভারী ভজন সেন বলেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এ সমস্ত প্রকল্পগুলো চালু করেছেন। বিজেপি দলের বিধায়ক নির্বাচিত হলে আরও সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে সংখ্যালঘু মহিলারা উপকৃত হবেন। এছাড়া বক্তব্য রাখেন বিজেপি নেতা গুনেন্দ্র দাস। উপস্থিত ছিলেন শম্ভু দাস, হিফজুর রহমান, নজির হোসেন সহ অনেকে।