আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার, নিন্দা বিডিএফের

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : করিমগঞ্জ নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি আহুত সাধারণ ধর্মঘটে স্থানে স্থানে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনকারীরা বিজেপি দলের গুণ্ডা বাহিনী এবং পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, এই বনধের প্রভাব থেকে এটা স্পষ্ট যে
একাংশ জনগণ এই নাম পরিবর্তনকে মেনে নেননি। তিনি বলেন, একটি জেলার নাম পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এরকম কিছু করতে হলে অবশ্যই তার আগে জেলার জনগণের মতামত নেওয়া জরুরী। তিনি বলেন, তা না করে জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে তার প্রতিক্রিয়া হবেই।
হৃষীকেশ বলেন, বদরপুরে এনসি কলেজের ছাত্রছাত্রীদের ওপর বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করেছে। বহুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ ধিক্কার যোগ্য।

তিনি আরো বলেন, বিজেপি দলের এক জেলা পরিষদ নেত্রী যিনি নিজে একজন আইনজীবীও, তিনি আন্দোলনকারীদের কুৎসিত ভাষায় গালাগালি করেছেন, তাঁদের শারীরিক আক্রমণ করছেন এসবও এই উপত্যকার জনগণকে দেখতে হচ্ছে! তিনি বলেন, পেশাগতভাবে উভয় ক্ষেত্রেই এই মহিলা সংবিধানের শপথ নিয়েছেন‌ এবং আইনি ব্যাপারেও তিনি অবগত। তাই অবিলম্বে এই নেত্রীকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মাধ্যমে সাধারণের দ্বিগুণ শাস্তি সাব্যস্ত করতে হবে বলে এদিন দাবি জানিয়েছেন তিনি। বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!