৫৪তম কেভিএস জাতীয় টিটি-প্রতিযোগিতায় বিপ্রজিতের সাফল্যে খুশি কেন্দ্রীয় বিদ্যালয়
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ৫৪তম কেভিএস-টেবিল টেনিস জাতীয় পর্যায়ের চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া প্যাডলার বিপ্রজিত বোঞ্চ অর্জন করেন এবং ইন্দোরে আয়োজিত প্যারা জাতীয় রেকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তৃতীয় স্থান দখল করা শিলচরের প্রতিভাবান খুদে প্যাডলার বিপ্রজিত দেবের সাফল্য ঘিরে খুশি ব্যক্ত করেন শিলচরের তারাপুরস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ টিটির দুই প্রশিক্ষক পার্থ দেব শুভাশিস চক্রবর্তী। বিশ্বজিৎ দেব ও মিতালী দেবের পুত্র বিপ্রজিত দেব কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।