ক্রীড়া শিক্ষক বদর উদ্দিন মজুমদারকে সম্মাননা প্রদান রেফারি অ্যাসোসিয়েশনের
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : সোনাইয়ের বিশিষ্ট ক্রীড়া শিক্ষক তথা প্রাক্তন জেলা ক্রীড়াধিকারিক বদর উদ্দিন মজুমদারকে সম্মাননা প্রদান করল সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। শুক্রবার শিক্ষক দিবসের দিন তাঁকে সম্মাননা জানালেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সম্পাদক হোসেন আহমদ বড়ভূইয়া। এ ছাড়া গামছা দিয়ে বরণ করেন শামিম আহমদ বড়ভূইয়া। সঙ্গে ছিলেন ইজাজ আহমেদ লস্কর ও মঞ্জুরুল লস্কর।