দু’দিনের বরাক সফরে ডিজিপি, তিন জেলার পুলিশের কাজে সন্তোষ
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : বরাকে দু’দিনের সফরে এসেছেন অসম পুলিশের ডিজিপি হরমিত সিং। সফরের প্রথম দিন, বৃহস্পতিবার দুপুর ২টায়, তিনি শ্রীভূমি জেলার বদরপুর থানায় উপস্থিত হন এবং বরাক উপত্যকার তিন জেলার (শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি) পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা (রিভিউ মিটিং) করেন।
বদরপুর থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় তিন জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, ওসি এবং আইসিরা উপস্থিত ছিলেন। সভায় ডিজিপি হরমিত সিং আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ রেকর্ড, নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের কাজের দক্ষতা নিয়ে বিশদে আলোচনা করেন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তব তথ্য সংগ্রহ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
ডিজিপি জানান, দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরাক সফর, এবং তিনি সরাসরি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জেলার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, অসম পুলিশ এখন একটি জনসেবামূলক সংস্থায় পরিণত হয়েছে, যা ২৪ ঘণ্টা জনগণের সুরক্ষা ও সেবায় নিয়োজিত।
বৃহস্পতিবার রাত তিনি শিলচরে অতিবাহিত করে, শুক্রবার কাছাড় জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে জানান। ভবিষ্যতে আবারও বরাক সফরে এসে প্রতিটি জেলায় পৃথকভাবে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ডিজিপি হরমিত সিং এই সফরে বরাক উপত্যকার তিন জেলার পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।