GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, শূন্য হচ্ছে স্বাস্থ্য ও জীবন বিমা

৩ সেপ্টেম্বর : জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর  জীবন ও স্বাস্থ্য বিমা থেকে তুলে নেওয়া হল জিএসটি। এছাড়াও আরও বেশ কিছু পণ্যে জিএসটির হারের অদল বদল ঘটানো হয়েছে। এতে শতাধিক পণ্যের দাম কমতে পারে।  এদিন এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি মাত্র ২টি স্ল্যাবে জিএসটি কার্যকর করার কথা বলা হয়েছে। পুজোর আগে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হওয়ায় মধ্যবিত্তদের সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। তবে  জিএসটি-র নতুন হার আনার পিছনে আমেরিকার নতুন শুল্কনীতিকেও দায়ী করছেন ওয়াকিবহাল মহলের একাংশের।

স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তন করবে কেন্দ্র। দেশের মানুষকে উপহার দেবেন ‘নেক্সট জেনারেশন জিএসটি’। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন ঘটতে চলেছে চলতি মাসেই। বুধবার জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল। সরকার ১২ শতাংশ কর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ শতাংশ করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ৫ শতাংশ ও ১৮ শতাংশের শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে। তার জেরেই একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সাধারণ মানুষের কথা ভেবে নতুন জিএসটি স্ল্যাব করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এমনটাই চেয়েছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে বড়সড়ো সুবিধা মিলবে। তিনি আরও দাবি করেন, সব রাজ্যের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা কার্যকরও হবে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে দুধ, পনির, রুটির মতো পণ্যে। জিএসটি মকুব করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য বিমা এবং ব্যক্তিগত জীবন বিমায়। এছাড়াও জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানো হয়েছে মাখন, ইনস্ট্যান্ট নুডল, শ্যাম্পু, শেভিং ক্রিম, শুকনো খাবারের মতো একাধিক পণ্যে। জিএসটি শূন্যে নামিয়ে আনা হয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধের। জিএসটি কমেছে চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যের। ২৮ থেকে ১৮ শতাংশের স্ল্যাবে আনা হয়েছে এসি মেশিন, টিভি, বাসন ধোয়ার মেশিন, ছোটো গাড়ি, মোটর সাইকেল ইত্যাদি। সিমেন্টকেও এই স্ল্যাবে আনা হয়েছে। মোটর পার্টসও সস্তা হবে। পেট্রোল ডিজেল গাড়ির দামও কমে যাবে। একাধিক জৈব কীটনাশক ও কৃষি উপকরণে ব্যাপকভাবে জিএসটি কমানো হচ্ছে। হস্তশিল্প ও শ্রম নির্ভর শিল্পের উৎপাদনের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশে আনা হচ্ছে। সিমেন্টের উপর জিএসটি কমে ১৮ শতাংশে আনা হচ্ছে।

তবে দাম বাড়ছে অর্থাৎ ৪০ শতাংশের স্ল্যাবে থাকবে লাক্সারি জিনিসপত্র। দাম বাড়তে চলেছে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে। এই পণ্য গুলিতে ৪০ শতাংশ জিএসটি বসানো হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার।

কোন কোন জিনিসের দাম কমল-
মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথর। ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে।

তবে বিলাসবহুল গাড়ির উপর ৪০ শতাংশ জিএসটি বাড়ছে। ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে বিলাসবহুল সামগ্রী সহ পানমশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে।

Spread the News
error: Content is protected !!