বিশিষ্ট আইনজীবী অসমঞ্জ বিশ্বাস প্রয়াত

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী অসমঞ্জ বিশ্বাস। মঙ্গলবার রাত ৯-৩০ মিনিটে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৮ বছর।

কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি রেখে গেছেন দুই কন্যা, ভাই, ভগিনী সহ পরিবারের অন্যান্য সদস্য এবং অসংখ্য গুণমুগ্ধদের।

অসমঞ্জ বিশ্বাস ছিলেন আইনজীবীর পাশাপশি সমাজকর্মী এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম অগ্রপথিক ছিলেন। তাঁর শেষকৃত্য আগামীকাল বুধবার সম্পন্ন হবে।

Spread the News
error: Content is protected !!