ভয়াবহ ভয়াবহ ভূমিধসে হাজারের বেশি লোকের মৃত্যু
২ সেপ্টেম্বর : সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া গ্রামের আর কেউই বেঁচে নেই বলে জানা গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটির প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানায়, গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
এ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত। গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেকে মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দুর্গম ওই এলাকায় খাবার ও ওষুধের ঘাটতি থাকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।