শিলচরে লায়ন্সের দু’টি সংগঠনের ইনস্টলেশন ও ইন্ডাকশন অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ‘লায়ন্স ক্লাব অব শিলচর স্মাইল’-এর এক জাঁকজমকপূর্ণ যৌথ ইনস্টলেশন ও ইন্ডাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গুয়াহাটি থেকে আগত ইনস্টলেশন অফিসার লায়ন সুজিত বাকেরডিয়া এবং শিলচরের ইন্ডাকশন অফিসার লায়ন সব্যসাচী রুদ্রগুপ্ত যথাযথ দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। একে এক ধরনের যৌথ শপথ গ্রহণ অনুষ্ঠানও বলা যেতে পারে।
রবিবার শিলচরের এক হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই তুলসী ঘোষের মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনীর পর প্রদীপ প্রজ্জ্বলন করেন দুই অফিসা
তাঁদের সঙ্গে ছিলেন ড. এইচকে চৌধুরী, অলোক মোহন বণিক, শমিক সেন, তপশ সাহা, সুমিত দাস, নবীনা মজুমদার, জয়িতা সেন, জয়ন্ত দেব, অনুপ রায়, রাহুল দাস এবং দুই স্বাগতিক ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় (ভ্যালি ভিউ) ও তনুশ্রী দেব (স্মাইল)।
লায়ন্স ক্লাব অব সিলচার ভ্যালি ভিউ কর্তৃক লায়ন্স আই হসপিটাল ও চৌধুরী আই হসপিটাল-এর কর্তৃপক্ষকে সমাজের প্রতি তাঁদের নিবেদিত সেবার জন্য এবং ভ্যালি ক্লাবের ‘জিরো ক্যাটারাক্ট’ মিশনের পথপ্রদর্শক শক্তি হিসেবে সংবর্ধিত করা হয়। ক্লাব স্মাইল-এর সদস্যদেরও তাঁদের সভানেত্রী সংবর্ধনা জানান।
বক্তব্যে বাকেরডিয়া ও রুদ্রগুপ্ত সবার সম্মুখে ও বিশেষ করে নতুনভাবে অন্তর্ভুক্ত সদস্য সজলকান্তি দাস, সুবীর দে, শিবু চন্দ্র দাস, পার্থকুমার সাহা, নীলাঞ্জন চক্রবর্তী ও সুবর্ণা বন্দ্যোপাধ্যায়-সহ সকলের কাছে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ভাবনা, নীতি ও আদর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সত্যজিৎ দাস (জোন চেয়ারপার্সন), সুমিত্র শঙ্কর দত্ত (ক্যাবিনেট সদস্য), অলোক মোহন বণিক, ডাঃ এইচকে চৌধুরী, ডাঃ মনিকা দে, জয়িতা সেন এবং অন্যান্যরা। তাঁরা সমাজের জন্য এই দুই ক্লাবের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন ক্লাবের সভানেত্রী ও সভাপতিদেরও আয়োজকরা যৌথভাবে সংবর্ধিত করেন।
ক্লাব সদস্যদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পর্বও ছিল, যা অনুষ্ঠানের আভা বৃদ্ধি করে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অনুপ দত্ত, সামসুল ইসলাম, মিনারা বেগম, বিশাল রায়, পুষ্পাবতী রায়, প্রশান্ত ভট্টাচার্য, মক্লিসুর রহমান লস্কর, সুপ্রভা রাজকুমারী, লাকি দাস, কিনকিনি দে দত্ত, মৌসুমি চৌধুরী, চন্দনা ভট্টাচার্য, ঝুমুর দত্ত, অনুপ দেব, রাজু ভৌমিক, সুবীর বণিক, উমা কর, প্রিয়ম চৌধুরী, অভিমিতা পাল চৌধুরী, চন্দন চক্রবর্তী, দিলু দাস, আহাদ বড়ভূইয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শিলচর ভ্যালি ভিউ-এর সদস্য দেবশ্রী চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রজেক্ট চেয়ারপার্সন সঞ্জীব রায়।