বরাক এডুকেশন সোসাইটির সভা, নানা কর্মসূচির ঘোষণা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : আগামী শিক্ষক দিবস উপলক্ষে তিন গুণী শিক্ষককে সম্মাননা এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সহ একাধিক কার্যসূচি হাতে নিয়েছে বরাক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটি। রবিবার সোসাইটির কার্যকরী সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী কমিটির সভায় আগামী ৭ সেপ্টেম্বর তিন শিক্ষককে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে সরকারি নানা অনুষ্ঠান থাকে, এজন্য দুদিন পর এ উপলক্ষে সম্মাননা প্রদান সহ এক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সোসাইটির মিশন পর ভিশন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর ভরাখাই হাইস্কুলে ক্যারিয়ার গাইডেন্স সহ পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিষয়ে মোটিভেশনাল এক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে পড়ুয়ারা যাতে অন্যান্য বদ অভ্যাস যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার, মাদক সেবন ইত্যাদি থেকে দূরে থাকার ব্যাপারে এক সচেতনতামুলক অনুষ্ঠানের ভাবনা রয়েছে।
এদিন সোসাইটির আভ্যন্তরীণ কর্মপন্থা নিয়েও নানা আলোচনা করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব লালমিয়া লস্কর, সোসাইটির অন্যতম কেন্দ্রীয় সংযোজক ড০ আবুল হাসান চৌধুরী, সহ-সভাপতি জামিল আহমেদ বড়ভূইয়া, সদস্য জাকারিয়া আহমেদ বড়ভূইয়া, শাহিদুল ইসলাম বড়ভূইয়া, নজরুল হক লস্কর প্রমুখ।