কচুদরমে ফুটবল আসর শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী ভাগা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : পূর্ব সোনাইয়ের কচুদরম প্রয়াস এনজিওর ফুটবল আসর শুরু হল। রবিবার উদ্বোধনী ম্যাচে জয়ী হল ভাগা এলএস স্পোর্টিং। কচুদরম আরডি রায় হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে তারা টাইব্রেকারে হারায় টিলাগ্রাম এফসি-কে। একটি রেমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। প্রথমার্ধ্বে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বে টিলাগ্রাম এফসি গোল করে খেলা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু সেই ব্যবধান বেশী সময় থাকেনি। সমতায় ফিরে ভাগা। এরপর আর কোন দলই গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ১-১ গোলে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়। অবশেষে টাইব্রেকারে জয় হাসিল করে দ্বিতীয় রাউন্ডে চলে যায় ভাগা।

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর, কচুদরম এপি সদস্য কাদিরআহমদ লস্কর, হাতিখাল জিপি সভাপতির প্রতিনিধি সাদ্দম হোসেন, এআইইউডিএফের সোনাই কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, প্রাক্তন জিপি সভাপতি এমইউ মিজানুর রহমান লস্কর, সমাজকর্মী জুনুবাবু লস্কর, সজীব লস্কর প্রমুখ। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অথিতিরা। 

Spread the News
error: Content is protected !!