শ্রীভূমিতে অত্যাবশকীয় ওষুধ নিয়ে বৈঠক

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা (ইডিএল) নিয়ে এক বৈঠক ২৭শে আগস্ট শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দরকারি ঔষধ সবসময় মজুত ও সহজলভ্য রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় বলা হয়, ডাক্তারদের অবশ্যই ইডিএল অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করতে হবে, যাতে রোগীরা বাড়তি খরচে না পড়েন। স্বাস্থ্যকেন্দ্রগুলিকে যথেষ্ট পরিমাণ ওষুধ মজুত রাখতে হবে এবং নিয়মিত রেজিস্টার আপডেট করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিটি হাসপাতালে ইডিএল তালিকা চোখে পড়ার মতো জায়গায় টাঙিয়ে রাখতে হবে। ডাক্তার ও নার্সদের ডিউটির সময়সূচী ও তাঁদের ফোন নম্বর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয় এবং কাছের থানায় জমা দিতে হবে, যাতে প্রয়োজনে সহজে যোগাযোগ করা যায়।

অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে – ৯৮৬৪৫৪১৪৩০। এই নম্বরে রোগীরা প্রেসক্রিপশনসহ বার্তা পাঠিয়ে জানাতে পারবেন যদি কোনও ওষুধ পাওয়া না যায়। অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক বলেন, “অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা আমাদের স্বাস্থ্যসেবার মূল ভরসা। যথাসময়ে ঔষধ মজুত রাখা আর অভিযোগ গ্রহণের সহজ ব্যবস্থা থাকলে রোগীরা আরও ভালো পরিষেবা পাবেন।” বৈঠক শেষে ডাক্তার, ফার্মাসিস্ট ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন, যাতে মানুষের কাছে সহজে ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।

Spread the News
error: Content is protected !!