জাতীয় ক্রীড়া দিবস পালন ক্রীড়া সাংবাদিক সংস্থার
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)। শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে সংস্থা। সকালে ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়। ধ্যানচাঁদের জীবন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বাকস কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক অনির্বানজ্যোতি গুপ্ত। এরপর ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাবলস ম্যাচের মাধ্যমে আসরের সূচনা করেন শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত – সচিব অতনু ভট্টাচাৰ্য এবং বাকস কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব – সচিব শুভেন্দু দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন বাকস কাছাড় জেলা কমিটির সভাপতি দেবাশিস সোম, সচিব কিঙ্কর দাস, সঞ্জয় রায়, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। ক্যারমের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন সুব্রত দাস। রানার্স সঞ্জীব সিং। সিঙ্গলসে মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন। ডাবলসে অংশ নিয়েছিল মোট ৭ দল। এতে সঞ্জীব এবং বাবলু রাজভর জুটিকে হারিয়ে খেতাব জিতেছেন শুভেন্দু দাশ এবং রাজু নাথ।
বিকেলে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে বিশেষ সম্মান জানানো হয় ম্যাচ রেফারি শুভ্রাঙশু পাল। বিজয়ী এবং রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন অমলাভ দাশ, রাজা দত্ত, অতনু ভট্টাচাৰ্য, চন্দন শর্মা, অপ্রতিম নাগ প্রমুখ।