“প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন, তত বেশি পদ্ম ফুটবে” রাহুলকে আক্রমণ করে বললেন অমিত শাহ

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : আগামী নির্বাচনে দূরবীন নিয়েও খুঁজলে কংগ্রেসকে আর দেখা যাবে না। শুক্রবার খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে কংগ্রেসের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে ভাষণের শুরুতেই তিনি সুধাকণ্ঠকে স্মরণ করেন। পাশাপাশি লাচিত বরফুকন, চিলারায় এবং গোপীনাথ বরদলয়কেও স্মরণ করেন তিনি। অমিত শাহ বলেন, অসমে দু’বার NDA সরকার হয়েছে। পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত NDA সরকার গঠিত হয়েছে। প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে ৭৪ শতাংশ ভোটদান হয়েছে।

ভাষণে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর বিহারে অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা চলছে। প্রধানমন্ত্রীকে অপমান করার জন্যও কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন তিনি। অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন, তত বেশি পদ্ম ফুটবে।”

“প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন, তত বেশি পদ্ম ফুটবে” রাহুলকে আক্রমণ করে বললেন অমিত শাহ

অমিত শাহ আরও বলেন, “রাহুল গান্ধী ঘৃণার রাজনীতি শুরু করেছেন। যদি লজ্জা থাকে, তবে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার প্রয়াত মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। দেশবাসীর কাছেও ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে।” প্রধানমন্ত্রীকে অপমান করার কারণে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন অমিত শাহ।

কংগ্রেসকে তীব্র সমালোচনা করে শাহ বলেন, “কেন্দ্র আর কংগ্রেস ভেবেছিল যে অসমে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী হবে, কিন্তু সময় ঘনিয়ে আসতেই বাস্তব ছবিটা পরিষ্কার হয়ে গেল। আগামী নির্বাচনে দূরবীন নিয়েও খুঁজলে কংগ্রেসকে আর দেখা যাবে না।”

“প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন, তত বেশি পদ্ম ফুটবে” রাহুলকে আক্রমণ করে বললেন অমিত শাহ

ভারতীয় জনতা পার্টির এই মহাসম্মেলনে প্রায় ২০,০০০ নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতির প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। শাহ জানান, গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়েছেন, তার ফলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, “মোদিজির কারণেই অসমে দু’বার এনডিএ জোট গঠন সম্ভব হয়েছে। তিনি অসমের যুবসমাজের জন্য উন্নয়নের পথ খুলে দিয়েছেন এবং রাজ্যকে একটি শক্তিশালী রাজনৈতিক দিশা দেখিয়েছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকার অসমের সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় স্তরে তুলে ধরতে বিশেষ ভূমিকা নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, মোদি সরকার শাস্ত্রীয় নৃত্য ‘সত্রিয়া’কে জাতীয় স্বীকৃতি দিয়েছে, শ্রীমন্ত শংকরদেবের অবদানকে সম্মান জানিয়েছে এবং ২০২২ সালে দিল্লিতে বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মজয়ন্তী উদযাপন করেছে। তিনি এও বলেন, “মোদিজির দৃষ্টিভঙ্গির কারণেই দেশ লাচিত বরফুকনের অনন্য অবদানকে ভারতের ইতিহাসে চিনতে পেরেছে।”

বিজেপি সরকারের শাসনকে “দু’পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি” বলে বর্ণনা করে শাহ দাবি করেন যে দলটি উন্নয়ন আর সাংস্কৃতিক গৌরব—দুই দিক দিয়েই অসমে নিজেদের নেতৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এ দিন প্রথম কর্মসূচির অংশ হিসেবে গুয়াহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করেন অমিত শাহ। ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ব্রহ্মপুত্র উইং। এছাড়াও গুয়াহাটির SSB এর আবাসিক চৌহদ উদ্বোধন করেন তিনি। দেড়গাঁওয়ে উত্তর-পূর্ব আঞ্চলিক ফরেনসিক গবেষণাগার এবং ৩৬০ জন জওয়ান থাকার মতো একটি ITBP ব্যারাকেরও উদ্বোধন করেন অমিত শাহ।

Spread the News
error: Content is protected !!