শ্রীভূমিতে ২৯ থেকে ৩১ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হবে

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চান্দের জন্ম বার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতে জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ থেকে ৩১ আগস্ট, তিন দিবসীয় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে ২৯ আগস্ট সকাল ৯টায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মেজর ধ্যান চান্দকে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করা হবে। পাশাপাশি, সকাল ১০টায় জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে মেজর ধ্যান চান্দের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ সহ এক প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। ওই একই সময়ে সরস্বতী বিদ্যানিকেতন এইচ এস স্কুলে ওপেন দাবা প্রতিযোগিতা চলবে। পরদিন অর্থাৎ ৩০ আগষ্ট সকাল ৯টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে ও সরস্বতী বিদ্যানিকেতন এইচ এস স্কুলে বিনোদনমূলক ও পরম্পরাগত খেলা, প্রদর্শনীমূলক কাবাডি খেলা ও ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই দিবস পালন উপলক্ষে ৩১ আগষ্ট সকাল ৭টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ থেকে আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র পর্যন্ত সাইকেল রেলি এবং এর পর পুরস্কার প্রদান করা হবে। এতে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন যে জেলার সব যুব ক্লাবেও ২৯ থেকে ৩১ আগস্ট মেজর ধ্যান চান্দের প্রতি শ্রদ্ধা নিবেদন, শপথ গ্রহণ, বিনোদনমূলক ও পরম্পরাগত খেলা এবং প্রদর্শনীমূলক ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!