ঘোষণা হল BTC নির্বাচনের দিন

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হল BTC নির্বাচনের দিন। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করল বিটিসি নির্বাচনের তারিখ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর। বিটিসি নির্বাচনের ভোটগণনা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

২২ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিটিসি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের শেষ দিন ৪ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ সেপ্টেম্বর।

৪০টি পরিষদীয় সমষ্টিতে অনুষ্ঠিত হবে বিটিসি নির্বাচন। এবার BTC নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ২৬ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন।

Spread the News
error: Content is protected !!