বিভিন্ন দাবিতে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের পদযাত্রা
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বিজ্ঞান মনস্কতা গড়ে তুলা, কালা যাদু সহ অবৈজ্ঞানিক কার্যকলাপ রোধে কড়া আইন তৈরি করা, বিজ্ঞান ও গবেষণার কাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা, বন্যা প্রতিরোধে নদী খনন করা, যে কোন প্রকল্প বাস্তবায়নের নামে সবুজ বনানী ধ্বংস না করা ইত্যাদি দাবিতে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স এর আহ্বানে সোমবার শিলচরে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শুরুর আগে প্রেমতলার গোল দীঘি মলের সামনে শহরের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক সংগঠনের কর্মী, গবেষক, শিক্ষক, সমাজকর্মী ও অন্যান্য পেশার লোক জমায়েত হন।
মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের আহ্বায়ক কৃষাণু ভট্টাচার্য শুরুতে বলেন ২০১৭ সাল থেকে প্রতি বছর ভারতের বিভিন্ন শহরে খ্যাতনামা বৈজ্ঞানিক, বিজ্ঞান গবেষণায় যুক্ত ছাত্রছাত্রী ও যুক্তিবাদী মানুষ পথে নামেন দেশের জনগণের মধ্যে বৈজ্ঞানিক ধ্যানধারণা গড়ে তোলার জন্য সরকার কাছে নিজেদের দাবি তুলে ধরতে। এবছর গত ১৬ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন শহরে এধরনের পথচলায় মানুষ সামিল হয়েছেন। শিলচরে গত ২৩ তারিখ পথচলার আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল শিলচর সফরে আসার জন্য অনুমতি দেওয়া হয়নি। তাই আজ বিকেল সাড়ে পাঁচ টায় এই পথচলার আয়োজন করা হয়েছে। সেখানে এছাড়াও বক্তব্য রাখেন মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের অন্যতম সংগঠক আশু পাল।
তিনি বলেন, মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের পক্ষ থেকে ২০২২ সালের ভয়াবহ বন্যার পর যে বন্যার কারণ অনুসন্ধান করে রিপোর্ট তৈরি করে সরকারের নিকট জমা করা হয়েছিল এবং তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। তাতে স্পষ্ট বলা হয়েছিল বরাক নদীর বন্যার একমাত্র বৈজ্ঞানিক উপায়ে সমাধান করতে চাইলে নদী খনন করতে হবে। তিনি বরাক নদীর গভীরতা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এছাড়াও সবুজ বনানী ধ্বংস করার যে ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে বিশেষ করে ডলু চা বাগানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। খাদেজা বেগম লস্কর আজ শিলচর মেডিকেল কলেজ সহ অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের করুন চিত্র তুলে ধরে রাখেন। সুকল্পা দত্ত কুসংস্কারের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, আজ সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে অবৈজ্ঞানিক কথা শুনা যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় পথচলা সেখান থেকে শুরু হয়ে বিপ্লবী উল্লাসকর দত্তের মুর্তির সামনে পৌঁছায়। পথচলায় সামিল হন হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে বিবেক আচার্য, হানিফ আহমেদ বড়ভুইয়া, ইউনিস আলি চৌধুরী, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ, সাবিনা ইয়াসমিন, পিপলস সায়েন্স সোসাইটির পক্ষ থেকে রাহুল রায়, কোরাসের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস, ফোরাম ফর সোস্যাল হারমণির পক্ষ থেকে মানস দাস, প্রদীপ নাথ, নারী মুক্তি সংস্থার পক্ষ থেকে স্নিগ্ধা নাথ, আদিমা মজুমদার, কথা পরিবারের পক্ষ থেকে বিজয়া কর সহ মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের অন্যতম কর্মকর্তা যথাক্রমে মধুসূদন কর, কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য সহ বিজ্ঞান প্রেমী জনসাধারণ।