নগদিরগ্রাম-চান্দপুর জিপির কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্রের বিরোধিতা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : নগদিরগ্রাম- চান্দপুর জিপির কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হলেন এলাকার অসংখ্য জনসাধারণ। রবিবার সকালে চান্দপুরে আয়োজিত নাগরিক সভায় বিভিন্ন বক্তারা বেরাবাকে জিপির কার্যালয় স্থায়ী করার দাবি তুলেন। এতে বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তারা জানান, পঞ্চায়েত ডিলিমিটেশনের পর নগদিরগ্রাম ও চান্দপুর জিপির কার্যালয় এক জিপিতে থেকে যায়। তবে জনগণের সুবিধার কথা চিন্তা করে বেরাবাকের থাকা পুরনো চান্দপুর জিপির কার্যালয়টি নগদিরগ্রাম-চান্দপুর জিপির জন্য স্থায়ী অফিস করতে দাবি জানান।

জিপির বেশি সংখ্যক গ্রুপের নাগরিকরা সহজে বেরাবাকের অফিসে আসতে পারবেন এবং প্রয়োজন পড়লে ব্লক অফিসে যেতেও সুবিধা হবে। তাই বেরাবাকে থাকা কার্যালয়টি নগদিরগ্রাম-চান্দপুর জিপির স্থায়ী অফিস হিসেবে ঘোষণা দিতে জেলা প্রশাসন ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলেন জিপির একাংশ নাগরিকরা। স্থানীয় বিশিষ্ঠ নাগরিক ফিরদুস লস্করের পৌরহিত্যে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখেন বিরদন সিংহা, রেহিম উদ্দিন লস্কর, মুন্না নাথ, আফসানা বেগম ও মওলানা জাকারিয়া আহমেদ সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!