ফের বিজেপিতে অমলেন্দু দাশ
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বিজেপির পতাকাতলে এলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাশ। রবিবার শিলচরের দলীয় কার্যালয়ে এসে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন ধলাইয়ের বাসিন্দা তথা বজরং দলের দক্ষিণ অসম প্রান্তের প্রাক্তন মিলন প্রমুখ অমলেন্দু দাশ। বরাক উপত্যকার সুপরিচিত যুবক অমলেন্দু বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এরই সুবাদে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
উল্লেখ্য বিগত বিধানসভা উপনির্বাচনে বিজেপি স্থানীয় প্রার্থী না দেওয়ায় ক্ষোডে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন এবং প্রবল বিজেপি হাওয়া থাকা সত্ত্বেও পাঁচ হাজারেরও অধিক ভোট পেয়েছিলেন।
আজকের যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা বিজেপির প্রভারী মুন স্বর্ণকার ও সহ প্রভারী সুব্রত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, সম্পাদক সৌমিত্র কুমার দেব, ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী সহ অন্যান্যরা।
এদিকে অমলেন্দু দাশের বিজেপিতে যোগদানে দলের সাংগঠনিক ভীত অনেকাংশে শক্তিশালী ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা।