গাজার নামে তোলা অর্থে বিলাসবহুল জীবনযাপন! আহমেদাবাদে গ্রেফতার সিরিয়ার নাগরিক

২৪ আগস্ট : গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহের নামে স্থানীয় মসজিদ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেফতার করেছে আহমেদাবাদ পুলিশ। অভিযুক্তের তিন সঙ্গী এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তারা এই অর্থ নিজেদের বিলাসবহুল জীবনযাপনে ব্যবহার করছিল। তবে অর্থ সংগ্রহের আড়ালে অন্য কোনও উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।উত্তরবঙ্গ পর্যটন

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার শরদ সিংঘল জানান, এলিস ব্রিজ এলাকার একটি হোটেল থেকে আলি মেঘাত আল-আজহার (২৩) নামে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩,৬০০ মার্কিন ডলার এবং ২৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার তিন সঙ্গী, জাকারিয়া হাইথাম আলজার, আহমেদ আলহাবাশ এবং ইউসুফ আল-জাহার গা ঢাকা দিয়েছে। তাদের ভারত ছেড়ে পালিয়ে যাওয়া রুখতে লুক-আউট নোটিশ জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চারজন সিরীয় নাগরিক ২২ জুলাই পর্যটন ভিসা নিয়ে কলকাতায় আসে এবং ২ অগাস্ট আহমেদাবাদে পৌঁছায়। তারা স্থানীয় মসজিদগুলোতে গিয়ে গাজার দুর্দশাগ্রস্ত মানুষের ভিডিও দেখিয়ে সহানুভূতি আদায় করত এবং খাদ্য সরবরাহের জন্য অনুদান চাইত। কিন্তু পুলিশ এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে প্রমাণিত হয় যে, তারা এই অর্থ গাজায় পাঠাচ্ছিল।

Spread the News
error: Content is protected !!