রবিবার বঙ্গভবনে কালচারাল ইউনিটেট নাটক ‘বুধনি’
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর কালচারাল ইউনিটের আরও এক প্রযোজনা প্রদর্শিত হতে চলেছে, আগামীকাল রবিবার বঙ্গভবনে। রচনা ও নির্দেশনায় এই অঞ্চলের প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব শেখর দেবরায়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ‘এ মাসের নাটকে’র মধ্য দিয়ে শিলচরে নাটকের যে জোয়ার বইছে, একে আরও গতিশীল করতে কালচারাল ইউনিট মঞ্চস্থ করবে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে রচিত নাটক ‘বুধনি’।
১৯৫১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি বাঁধ উদ্বোধন করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখানে ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করেছিল আদিবাসী তরুণী বুধনী। এই ঘটনাই তার জীবনকে তছনছ করে দেয়। প্রান্তীয় আদিবাসী সমাজ পুরুষের গলায় মালা পরানোর অপরাধে তাকে একঘরে করে দিয়েছিল।
শুধু কী আর বুধনী! তাদের সাজানো সংসারটাও একই কারণে অগোছালো হয়ে যায়। এ ভাবেই এগিয়ে চলে নাটক ‘বুধনী’। গল্পের নানা বাঁক, অসাধারণ অভিনেতাদের অভিনয় আর সঙ্গীত-নৃত্যে বুধনী দর্শকদের একটি মনোরম নাটকীয় সন্ধ্যা উপহার দেবে বলে দাবি করেন বরাক বঙ্গের কর্মকর্তারা। শিলচর কালচারাল ইউনিটের এই নাটকটি উপভোগের জন্য তাঁরা এই অঞ্চলের নাট্যমোদী জনগণের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, এই নাটকে নাম ভূমিকায় (বুধনী) সৃজনী দেব। বুধুয়া চরিত্রে অভিনয় করবেন সমরেন্দ্র দেব। নির্ঝর অনির্বাণ রায়। রাবনমাঝি শেখর দেবরায়। জওহরলাল নেহরু রবীন দেব। সনাতন খুঁড়ো স্বপন দাশগুপ্ত। লালটু শৈবাল গুপ্ত। লাখু মনোজিৎ রাউত। ভাদু প্রশান্ত চক্রবতী। অফিসার রাজীব ভট্টাচার্য। সান্যালবাবু শিবাশিস চক্রবর্তী। দত্তবাবু সুজিত সুত্রধর। মা নীলিমা দেব। রাঙাদি অজপা ধর।
নৃত্যশিল্পীরা কৃষ্ণা পাল, প্রতিমা দেব, অনন্যা শুক্লবৈদ্য ও স্বপ্নকথা দত্ত। এ ছাড়াও আলো দেবজ্যোতি রায়। আবহ সেবায়ণ রায় চৌধুরী। রূপসজ্জা সমরেন্দ্র দেব। সাজসজ্জা অজপা ধর। মঞ্চসজ্জা নারায়ণ সরকার।