এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ে রক্তদান সচেতনতা শিবির

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শনিবার রক্তদান সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের উদ্যোগে এবং শিলচর লায়ন্স ক্লাব অব লায়নেস ও শিলচর সিভিল হাসপাতালের রক্ত ব্যাংকের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী মহান এই পদক্ষেপের জন্য উপস্থিত সকল অতিথি সহ ছাত্রছাত্রীর সবাইকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানিয়ে যৌথভাবে কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। প্রযুক্তিগত অধিবেশনে লায়ন ক্লাব অব শিলচরের বক্তা ড. ইন্দ্রাণী ভট্টাচার্য নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জীবন বাঁচাতে রক্তদান অত্যন্ত জরুরি এবং যুব সমাজকে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে। পরবর্তী বক্তা হাইলাকান্দির শ্রীকিশন সারদা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পরিতোষচন্দ্র দত্ত রক্তদানের সঙ্গে জড়িত নানা ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে ছাত্রছাত্রীদের দ্বিধাহীনভাবে রক্তদানে উৎসাহিত করেন।

শিলচর সিভিল হাসপাতালের রক্ত ব্যাংকের ইনচার্জ ওয়াশিম জাভেদ চৌধুরী রক্তদানের স্বাস্থ্যগত সুফল ব্যাখ্যা করে একে মানবতার প্রকৃত দায়িত্ব হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী জানান শীঘ্রই মহাবিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। শিক্ষক-শিক্ষার্থী সকলে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করায় শিবিরটি রক্তদানের মতো এক মহৎ উদ্দেশ্যকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Spread the News
error: Content is protected !!