পারভেজের জোড়া গোলে পাঁচগ্ৰামে চ্যাম্পিয়ন রাতাবাড়ি
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : পারভেজের জোড়া গোলে পাঁচগ্রামে চ্যাম্পিয়ন হল রাতাবাড়ি। রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন ২-০ গোলে তিনবারের চ্যাম্পিয়ন বাশাইল একাদশকে হারিয়ে খেতাব ঘরে তুলল। টানটান উত্তেজনার মধ্যে খেলার অবশেষে রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা শেষ হাসি হাসলেন।
বুধবার পাঁচগ্ৰাম ধলেশ্বর ইনটেক মাঠে অনুষ্ঠিত নিজাম উদ্দিন চৌধুরী নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু থেকে লড়াই জমে উঠে। আক্রমণ প্রতিআক্রমণে প্রথমার্ধ্বের খেলা বিনা গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বে বাজিমাৎ করল রাতাবাড়ির। পারভেজের গোলে বাড়িয়ে যায় তাদের মনোবল আরও বেড়ে যায়। খেতাব অর্জনে ঝাঁপিয়ে পড়ে। বিপক্ষ সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে। শুরু হয় তুমুল বলযুদ্ধ। এরমধ্যেই আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন পারভেজ ভূঁইয়া। অবশেষে ২-০ গোলে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে রাতাবাড়ি স্পোর্টস অ্যাকাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে এক লক্ষ টাকার প্রাইজমানি সহ ট্রফি তুলে দেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। রানার্স দলের হাতে পঞ্চাশ টাকার প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেন বিধায়ক।
এ দিন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার অন্ত ছিল না। ফাইনাল খেলা উপভোগ করতে মঙ্গলবার রাত থেকে দর্শক সমাগম ঘটা শুরু হয়েছিল। বুধবার সকাল আটটা থেকেই বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ফুটবল প্রেমীরা লোকেরা ধলেশ্বর ইনটেক মাঠমুখী হতে দেখা যায়।