বাসভবনে জনশুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীকে থাপ্পড়, গ্রেফতার যুবক

২০ আগস্ট : নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার সকালে তাঁর বাসভবনে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে জনশুনানি চলছিল। সাধারণ মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য সপ্তাহে একদিন এই জনশুনানি চলে তাঁর বাড়িতে। বিজেপির কয়েকজন নেতা জানিয়েছিলেন, জনশুনানি চলাকালীন জনতার মাঝখান থেকে উঠে এসে এক যুবক হামলা চালায়। যুবকের বয়স ৩০ বছরের আশেপাশে হবে।

বাসভবনে জনশুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীকে থাপ্পড়, গ্রেফতার যুবক
আক্রমণকারী।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে পাকড়াও করে। পরে দিল্লি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, কোনও রাজনৈতিক কারণে হামলা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত হয়েই হামলা চালানো হয়েছে, তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পরেই যুবককে আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ির আশেপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, ‘সাধারণ জনতার মধ্যে থেকেই এক যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালিয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে দেখা উচিত, রাজনৈতিক কারণেই মুখ্যমন্ত্রীর উপর হামলা হল কিনা।’ হরিশ খুরানা আরও জানিয়েছেন, জনশুনানি চলাকালীন ওই যুবক তেড়ে এসে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুল টেনে ধরে। এরপর সজোরে চড় মারে তাঁকে।
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!