কোচিং সেন্টারে মজুত অস্ত্র ও বিস্ফোরক, গ্রেফতার শিক্ষক
১৬ আগস্ট : বাংলাদেশের রাজশাহী শহরের একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশের যৌথ বাহিনী। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে রাজশাহীর ‘ডক্টরস ইংলিশ’ নামক কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে পাওয়া যায় বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক, ওয়াকিটকি ও বাইনোকুলার।
এই ঘটনায় ‘ডক্টরস ইংলিশ’-এর ইংরেজি বিভাগের ডিরেক্টর মুনতাসিরউল আলম অনিন্দ্য (৩৫) গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে দু’বার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মুনতাসিরউল। ২০১৭ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ভারতীয় সহ ২২ জন নিহত হওয়ার পর মুনতাসিরউলকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী শিক্ষক এফএম রেজাউল করিম সিদ্দিকির হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তিনি আরও একবার গ্রেফতার হন।