শিলচর পুরনিগম নির্বাচনের জন্য জেলা মহিলা কংগ্রেস প্রস্তুত, কমিটি সম্প্রসারণ
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : অসম প্রদেশ মহিলা কংগ্রেসের মাননীয়া সভানেত্রী মীরা বরঠাকুর -এর অনুমোদনক্রমে, শিলচর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় তাঁর কমিটি সম্প্রসারণ করেছেন এবং বহু নতুন গতিশীল মহিলাকে নিয়োগ দিয়েছেন, যাতে জেলা কমিটিকে আরও ব্যাপকভাবে শক্তিশালী করা যায়। এই নামগুলি বিবেচনা করা হয়েছে আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। নতুন ব্লক সভানেত্রীদের নাম রুমা সিনহা (শিলচর গ্রামীণ), দীপালি রবিদাস (তাপাং), খাদিজা বেগম বরভূইয়া (লক্ষিপুর), কুমকুম দাস (কাটিগড়), সাবিতা কালিন্দি (পালংঘাট), পম্পি রায় (বরজালেঙ্গা), সহানাজ আলম লস্কর (সোনাই) ও সুনয়না কয়রি (বিনাকান্দি)।
তদুপরি শনিবার আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনের জন্য, শিলচর পুর নিগম এলাকার অধীনে , চারজন নতুন জোন সভানেত্রী নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন জশোদা সিংহ (ইস্ট জোন) চন্দা দে (ওয়েস্ট জোন), পুষ্পাবতী রায় (নর্থ জোন) ও শিপ্রা গুপ্ত (সাউথ জোন)। সঙ্গে তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে তাঁদের নিজ নিজ এলাকায় বিভিন্ন ওয়ার্ড কমিটি পুনর্গঠন করতে। এছাড়াও তাঁদের অনুরোধ করা হয়েছে , পুর নির্বাচনের আগে, মহিলা কংগ্রেসের সদস্যভর্তি কার্যক্রমে বিশেষ জোর দিতে। সাথেই,শিলচর শহর থেকে, জেলা মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী হিসাবে জ্যেষ্ঠ কংগ্রেস কর্মী বেলা পাল ও সুমালতি দাসকে মনোনীত করা হয়েছে ও নবনিযুক্ত জেলা মহিলা সাধারণ সম্পাদকবৃন্দরা হলেন বিধুরানী সিংহা, গীতা উপাধ্যায়, ঝুমা দাস, পিঙ্কি সিং দাস, সুরাইয়া বেগম, সুলতানা বেগম, মিনারা বেগম লস্কর ও নূর খাতুন। নবনিযুক্ত জেলা মহিলা সম্পাদকবৃন্দরা হলেন শর্মিলা আখতার লস্কর, রাবিয়া বেগম, রুপসানা বেগম লস্কর, আয়েশা খাতুন লস্কর, আফসারা শিরি লস্কর ও ফাইজানা ইয়াসমিন। মহিলা কংগ্রেস কর্মী ফাতেমা আল মামুন-কে জেলা মহিলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি বিভাগের সমন্বয়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। আজকে শিলচর ইন্দিরা ভবনে অনুষ্ঠিত এই কার্যকরি সভার সভাপতিত্ব করা সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সকল উদ্যমী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের প্রতি আহ্বান জানান আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে , এবং আসন্ন অসম বিধানসভা নির্বাচনে , কঠোর পরিশ্রম করার জন্য যাতে আমাদের দল সাফল্যে অর্জন করতে পারে ও আমাদের যুব নেতা গৌরব গগৈকে অসমের স্বার্থে , আমরা মুখ্যমন্ত্রী রুপে দেখতে পারি। অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার সকল নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের এবং পুরোনো পদাধিকারীদের শুভেচ্ছা জানিয়েছেন, যাতে তাঁরা দলের জন্য সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করেন। জ্যেষ্ঠ সহ-সভানেত্রী দীপ্তি দাস বলেন, যে শিলচর জেলা মহিলা কংগ্রেস খুব শিগগিরই “মহিলা কংগ্রেস, রান্না ঘড়ে” অভিযান পুনরায় চালু করবে, শিলচর শহরের পৌর এলাকায়, যেমনটি সফলভাবে করা হয়েছিল গত উপনির্বাচনে (ধলাই) এবং গত লোকসভা নির্বাচনেও। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম , বিধুরানি সিংহা , দিপালী রবিদাস, ফাতিমা আল মামোন, সুমালতা দাস ও রুবিনা বেগম প্রমুখ। অন্যান্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন থানিল বিবি, সুরতুন বেগম, ফরিদা বেগম এবং অন্যান্যরা।