স্বাধীনতা দিবস পালনের আরও খবর

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হল বরাক উপত্যকায়

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

রাধামাধব কলেজে স্বাধীনতা দিবস : দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব কলেজেও পালন করা হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। এদিন সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী। এদিন রাধামাধব কলেজ  এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ ছিল চোখে পড়ার মতো। পরে ৭৯তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে বিগত ১৩ ও ১৪ আগস্ট কলেজ পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী। তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন অধ্যাপক ড. কালীপদ দাশ, ড. সূর্য্যসেন দেব, ড. পিয়া দাস, ড. স্বর্ণালী রায় চৌধুরী, ড. আশিসতরু রায়, নম্রতা নাথ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। এদিন স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর


সর্বধর্ম সমন্বয় সভা : অনাথ শিশুদের সেবা মানেই ঈশ্বরের সেবা। বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে হাসি ফোটালে আত্মায় শান্তি পাওয়া যায়। এই মনোভাব নিয়ে প্রতিবছর স্বাধীনতা দিবসে শ্রীভূমিতে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল, জল, বিস্কুট, ঠাণ্ডা পানীয়, চকলেট ইত্যাদি বিতরণ করা হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। ঠিক এবারো স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফলমূল বিতরণ করেন সংস্থার পদাধিকারীরা। এদিন সকাল দশটায় ‘বেলাভূমি’ নামক বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে আবাসিকদের হাতে ফলের প্যাকেট তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, যুগ্ম সম্পাদক আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, অ্যাসিস্টেন্ট কমিশনার রাশিকা ইসলাম, ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর সফিয়া লস্কর, ছবিলাল প্রধান, রোহন দে, আইনজীবী মহসিন আলম প্রমুখ। বৃদ্ধাশ্রমের সঞ্চালিকা অপর্ণা দেব, প্রতিষ্ঠিতা নাথ সহ অন্যান্যরা সর্বধর্ম সমন্বয় সভাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর লঙ্গাই রোড কর্ণমধু ঘোড়ামারাতে অবস্থিত সৈয়দ শাহ হক আলি বালিকা মক্তব ও হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত হয়ে আবাসিকদের হাতে ফলমূলের প্যাকেট তুলে দেন সংস্থার কর্মকর্তারা। সেখানে এতিমখানার সঞ্চালক সৈয়দ আবু সামা আহমেদ সংস্থার সেবামূলক কর্মপ্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। বিতরণ কর্মসূচীর আগে জেলা স্বাস্থ্য বিভাগ এবং ফুড-সেপ্টি বিভাগের পক্ষ থেকে কল্পজ্যোতি সাংমি সহ অন্যান্য আধিকারিকরা বস্তুগুলোর গুনগত মান পরীক্ষা করে নেন। এদিকে, এদিন সকাল ৯টায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করেন সংস্থার পদাধিকারীরা।

অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় :
যথাযথ মর্যাদায় অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি, শিক্ষক-শিক্ষিকারা, সমাজকর্মী, তিরঙ্গগা সজ্জিত ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। তারপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক অমিত নাগ বক্তব্যে বির শহিদদের আন্তবলিদানের কথা উল্লেখ করেন। এছাড়া বক্তৃতা দেন সহ শিক্ষিকা মধুছন্দা দেব, সুমিতা গুপ্ত, রচনা সরকার,স্বরূপা বৈদ্য, দীপজ্যোতি মালাকার স্বাধীনতা দিবস পালন সম্পর্কে প্রাসঙ্গিক বক্তৃতা রাখেন। বিদ্যালয়ে ছাত্রী নীলাঞ্জনা দেবনাথ ও রূপাঞ্জনা পাল স্বাধীনতা দিবসের উপর তাৎকণিক বক্তৃতা অতি সুন্দর ভাবে উপস্থাপন করে। অনুষ্ঠান পরিচালনা করেন মধুছন্দা দেব ও সুদীপা পাল।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

ভ্যানগার্ড ক্লাব, শিলচর : যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করল ভ্যানগার্ড ক্লাব। জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখেন ক্লাবের অবৈতনিক সভাপতি অমিত নাগ। তিনি বলেন,  বীর শহিদদের বলিদানের জন্য আজ আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারছি। এ ছাড়া বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আশিস দে, সাধারণ সম্পাদক দেবজ সুমন্ত, কোষাধ্যক্ষ গোপাল দেব, উপদেষ্টা নীলোৎপল চৌধুরী। স্বাধীনতা দিবসের দিন ক্লাবের পক্ষ থেকে মালুগ্রাম এলাকায় এক বিদ্যাশ্রমে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মনোতোষ ধর, অশোক চৌরাসিয়া, অপন ভট্টাচার্য, রূপম দেব, সত্যজিৎ শুক্লবৈদ্য, বাবুল দাস,কার্তিক বণিক, জয়দীপ ধর, শান্তনু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী প্রমুখ।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর নরসিংটোলা নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা ৭৯ তম স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। সমিতির কার্যালয়ে সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোধন পাল, মধু পাল, বরুণ শীল, স্বপন কুমার পাল, রাখু পাল, শঙ্কর পাল, সুজিত দেবনাথ, মোহিত ঘোষ, প্রদীপ দেবনাথ, অমিত বণিক, গৌতম দেব প্রমুখ।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

আর্ট হ্যাবিট্যাট ইনস্টিটিউট : স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে আর্ট হ্যাবিট্যাট ইনস্টিটিউট অফ আর্ট এন্ড ক্রাফটের উদ্যোগে সাঁই বিকাশ বিদ্যা নিকেতন শিলচরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সকাল ১০ টা থেকে ২টা অবধি।এই অঙ্কন প্রতিযোগিতার এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে প্রায়  দুই শো নার্সারি থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন সাঁই বিকাশ বিদ্যা নিকেতন শিলচরের অধ্যক্ষ অরিভুক্কারাসু পাণ্ডিয়ান বক্তব্য রাখেন। এই অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে জয়দীপ ভট্টাচার্য এবং পরিচালনায় ছিলেন উত্তম ঘোষ।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

শ্রীভূমি প্রেস ক্লাব : ৭৯তম স্বাধীনতা দিবস পালন শ্রীভূমি প্রেস ক্লাবের।  সকালে শ্রীভূমি শহরের স্টিমারঘাট রোডে অবস্থিত প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়, কার্যালয় সম্পাদক রসসিন্ধু ভট্টাচার্য, সাংবাদিক হীরক দাস সহ অন্যান্য সদস্যরা।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

চতুরঙ্গ : স্বাধীনতা দিবসের প্রাক্কালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় এক অংকন প্রতিযোগিতার।দেশপ্রেমের আবেগে ভরপুর এই প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী। তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তরুণ শিল্পীরা রঙ-তুলির মাধ্যমে স্বাধীনতার বার্তা ও স্বপ্নময় ভারতের চিত্র ফুটিয়ে তোলে এতে। ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে লোয়ারপোয়া আদর্শ বিদ্যালয়ের মিহির চক্রবর্তী, দ্বিতীয় সেন্ট্রাল পাবলিক স্কুলের সম্রাট সিং এবং তৃতীয় হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের মাধব শুক্লবৈদ্য। ‘খ’ বিভাগে প্রথম হন পাথারকান্দি কলেজিয়েট স্কুলের সায়ন্তিকা দাস, দ্বিতীয় হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সৃজিতা সেন এবং তৃতীয় মর্ডান ইংলিশ স্কুলের শাজাহান উদ্দিন। ‘গ’ বিভাগে শীর্ষ স্থান দখল করে মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের অঞ্জলি রবিদাস, দ্বিতীয় হন মর্ডান ইংলিশ স্কুলের অন্বেষা দাস এবং তৃতীয় একই স্কুলের স্মিতা চন্দ। ১৫ আগস্ট, পাথারকান্দি সমবায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

বাজারিছড়া, কটামণি লোয়ারইপোয়া : কটামণি সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারিছড়া থানা অধীন বিভিন্ন এলাকায় শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন সকালবেলায় বাজারিছড়া থানায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন থানার চেয়ারম্যান তথা এলাকার বিশিষ্ট সমাজসেবক জেলা বিজেপির সহ-সভাপতি হৃষিকেশ নন্দী। পতাকা উত্তোলনের পর তিনি পুলিশকর্মী, সুরক্ষা বাহিনী এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি স্বাধীনতার মহান আত্মত্যাগ স্মরণ করে দেশপ্রেম ও সমাজসেবার প্রতি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। পতাকা উত্তোলন পর্ব শেষে থানার প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও কুচকাওয়াজে। এ সময় মাকুন্দা খ্রিস্টিয়ান এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে থানায় এসে পুলিশ বাহিনীকে অভিবাদন জানান।আছাড়াও বৃহত্তর এলালার বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত হয় দিনভর নানা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে বাজারিছড়া সরকারি হাসপাতাল, বাজারিছড়া বাজার কমিটি, কালাছড়া বাজার কমিটি পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দেশপ্রেমমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া বাজারিছড়া জিপি কার্যালয়, কালাছড়া, বাজারিছড়ার ও কটামণি এলাকার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘ ও  সানি ক্রীড়া সংস্থা অয়োময়ো ক্লাব সহ একাধিক প্রতিষ্ঠানও জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে।

স্বাধীনতা দিবস পালনের আরও খবর

লোওয়াইরপোয়া ব্লক কার্যালয়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কুর্মি পতাকা উত্তোলন করেন। পাশাপাশি শিবেরগুল মহাবীর পাব্লিক হাইয়ার সেকেন্ডারি স্কুল, পিএম শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুল, কটামণি হোসাইনিয়া হাইস্কুল সহ সমগ্র এলাকার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, জিপি অফিস আর্থিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে দিনটি অতি সাড়ম্বরে পালিত হয়। দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার মতো নানা আয়োজন করা হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন। কটামণি ওয়াচ পোস্ট, নাগ্রা পেট্রোল পোস্ট, লোওয়াইরপোয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়, এপিডিসিএল কার্যালয়, চাইল্ড ডেভেলপমেন্ট অফিস এবং লোয়াইরপোয়া ব্লক কার্যালয়, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
লোওয়াইরপোয়া মণ্ডল অফিসে পতাকা উত্তোলন করেন সভানেত্রী সম্পারানি চৌধুরী। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতার ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ স্মরণ করে জনগণকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Spread the News
error: Content is protected !!