ভুবন পাহাড় তেজপুর রিয়াংপুঞ্জিতে পাঠদান কেন্দ্রের উদঘাটন কেশব স্মারকের

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ভুবন পাহাড় তেজপুর রিয়াংপুঞ্জিতে আরও একটি পাঠদান কেন্দ্রের উদঘাটন করল কেশব স্মারক সংস্কৃতি সুরভি। বৃহস্পতিবার ভুবন বাবা পাঠদান কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠদান কেন্দ্রের সচিব অনন্ত রিয়াং এবং গাঁও বুড়া চন্দ্র রিয়াং, সুরভী সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সজলকুমার দেব, বঙ্কিমচন্দ্র ত্রিপুরা এবং কমল কুমার।
সংস্থার সচিব শঙ্করকুমার দাস জানান, সংস্থা গত ৩০ বছর ধরে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী কাজের মাধ্যমে, সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যাথে দূর দূরান্তে বসবাসকারী ভাই-বোনেরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিক্ষা স্বাস্থ্য স্বাবলম্বন এবং সংস্কারের মাধ্যমে তাদের সমাজের মুখ্য ধাড়ায় নিয়ে আসার লক্ষেই এই প্রচেষ্টা বলে তিনি অবগত করান।