স্বাধীনতা দিবস উপলক্ষে শচীশপুর সিআরপিএফ ক্যাম্পের উদ্যোগে আমড়াঘাটে তিরঙ্গা যাত্রা

দিলোয়ার বড়ভূইয়া, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রবিবার জি ১৪৭ ব্যাটেলিয়ন ও এ ১৪৭ ব্যটোলিয়ন সিআরপিএফ শচীশপুর ক্যাম্পের উদ্যোগে আমড়াঘাটে এক বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাতটায় শচীশপুর সিআরপিএফ ক্যাম্পের ইনচার্জ ওসি পোরন্দর সিংয়ের নেতৃত্বে সিআরপিএফ জওয়ানরা হাতে জাতীয় পতাকা নিয়ে শচীশপুর ক্যাম্প থেকে তিরঙ্গা যাত্রা শুরু করেন। তাঁরা আমড়াঘাট কাবুগঞ্জ এসএমডি পু্র্ত সড়ক হয়ে আমড়াঘাট বাজার সহ এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় ক্যাম্পে গিয়ে যাত্রার শেষ করেন। এসময় ভারত মাতা কি জয়, জয় হিন্দ, মেরা মিট্টি মেরা দেশ প্রভৃতি স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে শচীশপুর সিআরপিএফ ক্যাম্পের উদ্যোগে আমড়াঘাটে তিরঙ্গা যাত্রা

এদিকে, এদিনের তিরঙ্গা যাত্রা সিআরপিএফের আমন্ত্রণে পা মেলান বিজেপির পালংঘাট মণ্ডলের নেতা কর্মীরা। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, দীপক রায়, সহ-সভানেত্রী সীমা রায় সহ শতাধিক নেতা কর্মী তিরঙ্গা যাত্রায় অংশ গ্রহণ করেন। এদিন তিরঙ্গা যাত্রা শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে ওসি পোরন্দর সিং। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ। তাছাড়া উপস্থিত ছিলেন বিক্রম শুক্লাবৌদ্ধ, বিপ্লব দাস, রাজু রায়, জুমা দাস সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!