মণিপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : মণিপুরের তামেংলং জেলার নিউকৈফুন্দাই এবং ওয়াইনামলং গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করল আসাম রাইফেলস। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এবং ৪০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নানান সাংস্কৃতিক প্রদর্শনের মাধ্যমে আদিবাসী সমাজের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের আদিবাসী পরিচয় নিয়ে গর্বিত হয়। উৎসবে মিষ্টান্নও বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আসাম রাইফেলস আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধি, আদিবাসী সমাজের অবদানের প্রশংসা এবং ঐক্য ও সংহতি বৃদ্ধি করার লক্ষ্য প্রকাশ করে, যা তাদের “উত্তর-পূর্বের প্রহরী” এই মূলমন্ত্রকে এগিয়ে নিয়ে যায়।