রাজ্য ভিত্তিক যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার পাঁচ কৃতী ক্রীড়াবিদ সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কাছাড় ডিস্ট্রিক্ট যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আশিস হালদারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. অভিজিৎ নাথ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অরিজিৎ দেব, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও কাজল সরকার। প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্র উচ্চারণের এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি অধ্যাপক নিরঞ্জন রায় ও অন্যান্য অতিথিরা।

প্রারম্ভেই শিব তাণ্ডব সঙ্গীতের সাথে আর্টিস্টিক যোগ নিত্য পরিবেশন করে শিশু শিল্পী ঐত্রিকা দাস। সভার শুরুতে স্বাগত ভাষণ দেন সংস্থার সাধারণ সম্পাদক জয়দেব সিকিদার। সম্মানিত অতিথি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য তাঁর বক্তব্যে যোগ অনুশীলনে প্রশিক্ষার্থীরা অনুশাসন ও সঠিক নিয়ম মেনে ওপর জোর দেন। বিশিষ্ট অতিথি ড. অভিজিৎ নাথ তাঁর বক্তব্যে যোগ প্রশিক্ষার্থীদের প্রেরণামূলক কথা বলেন।

অনুষ্ঠানের মুখ্য অতিথি অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে সমাজ ও রাষ্ট্র গঠনে যোগের আবশ্যকতা উপর জোর দেন। পরিশেষে সংস্থার সভাপতি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমস্ত ২০১৪ সালের পর থেকে দেশ ব্যাপি সর্বক্ষেত্রে উন্নয়নের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে ও যুগান্তকারী পরিবর্তন হচ্ছে। বিশেষ করে উত্তরপূর্বাঞ্চলীয় ক্রিড়া ক্ষেত্রে ওলাম্পিকেও দেশের জন্য পদক এনে গৌরবান্বিত করেছে। ২০৩৬ সালের যোগাসন ক্রীড়া অলিম্পিক এ অন্তর্ভুক্ত করা জন্যকেন্দ্রীয় সরকার  প্রয়াস করছে।

তিনি আরও বলেন, যোগাসন শুধু শরীর চর্চার মাধ্যমে নয়, যোগাসন খেলার মাধ্যমেও নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত সম্ভব। তিনি বরাকের ঐতিহ্যবাহি গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করণে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ভুয়সী প্রশংসা করেন।

গত ২৪ জুলাই জেলায় অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় কাছাড় জেলার পাঁচ জন কৃতী যোগাসন ক্রীড়াবিদ জয়দীপ মুখার্জি, অগ্নিশিখা পাল, বিজুলি সিনহা, অনিতা জৈন ও দিপালী দে সহ কাছাড় জেলা দলের প্রশিক্ষক কাজল সরকারকেও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক রেজিস্টার ড. অভিজিৎ নাথকে সংবর্ধনা প্রদান করা হয়।

Spread the News
error: Content is protected !!