হড়পা বানে চিনে মৃত্যু ১০ জনের, নিখোঁজ ৩৩
৯ আগস্ট : প্রবল বৃষ্টি ও তার জেরে হড়পা বানের মতো বিপর্যয়ের ঘটনা উত্তর ভারতে বার বার ঘটলেও এই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেল না প্রতিবেশি চিনও। উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশে আচমকাই হড়পা বানের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও ৩৩ জন। প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জি জিনপিং-এর নির্দেশ পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে সে দেশের প্রশাসন।
চিনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দশকের পর এমন ভয়াবহ বৃষ্টি হচ্ছে চিনে। একাধিক শহরের রাস্তায় জমছে জল। ফেল রাস্তারও ক্ষতি হচ্ছে, উপড়ে গিয়েছে বহু গাছ। বৃষ্টির দাপট এতটাই যে, গুয়াংঝাউ প্রদেশের বাইয়ুন এয়ারপোর্টে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। গত বুধবার থেকে সেখানে এখনও পর্যন্ত বাতিল হয়েছে মোট ৩৬০টির বেশি উড়ান পরিষেবা। দেরিতে চলছে ৩০০টির বেশি বিমান।
এমনিতেই চিনে এখন চলছে ভারী বৃষ্টি। তার জেরে শুরু হয়েছে ভূমি ধসের মতো ঘটনা। এবার হড়পা বানের জেরে প্রাকৃতিক বিপর্যয় আরও চরম আকার ধারণ করেছে। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইউঝং কাউন্টিতে। সেই কারণেই এই হড়পা বানের মতো ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় অবস্থিত লানঝাউ শহরে ভারী বৃষ্টিতে ভূমিধসেরও ঘটনা ঘটে।