আজ রাখিবন্ধন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

৯ আগস্ট : পঞ্জিকা মতে, এবছর রাখি বন্ধন পালিত হবে আজ ৯ অগাস্ট, শনিবার। শুক্রবার ৮ অগাস্ট দুপুর ২টা ১২ মিনিটে পড়েছে রাখি পূর্ণিমা তিথি। পূর্ণিমা চলবে আজ দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত। তিথি অনুসারে আজ অর্থাৎ ৯ অগাস্ট শনিবার সকাল ৫টা ৪৭ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে রাখি বন্ধনের শুভ মুহূর্ত রয়েছে। এই সময়ে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের নীরোগ ও সুস্থ জীবন কামনা করবেন।

রাখি বন্ধন

হিন্দুদের এক বিশেষ উৎসব, যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। শনিবার সমগ্র দেশজুড়ে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব।

এ দিকে, রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমস্ত দেশবাসীকে রাখী বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।

Spread the News
error: Content is protected !!