শ্যামাপ্রসাদ মুখার্জি জয়ী ক্লেবার হাউস

দিলবার বড়ভূইয়া, পালংঘাট।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : পালংঘাটের মাতা সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি নক আউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী হল ক্লেবার হাউস ইয়ংস্টার ক্লাব। তারা ১-০ গোলে হারায় নন্দগ্রাম বয়েজ ক্লাবকে। খেলা শুরুতেই দুই দলের মধ্যে বল দখল করতে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। উভয় দলই আক্রমণ ও প্রতি-আক্রমণে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। বল দখলের লড়াইয়ে উভয় দলই ছিল সমান সমান। দর্শকরাও উপভোগ করছিলেন ম্যাচটি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি, ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর খেলার গতি আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে ইয়াংস্টারের হয়ে প্রতি-আক্রমণ থেকে বিপক্ষ দলের রক্ষণ ভেদ করে গোল করে দলকে এগিয়ে দেন রাজীব চৌহান। এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। খেলার অবশিষ্ট সময় কোনও দলই আর গোল করতে পারেনি।

এ দিন ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি ধলাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ড. সুবীর মালাকার। ম্যাচের সেরা খেলোয়াড় রাজীবের হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন তিনি।

প্রথম রাউন্ডের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী সোমবার। এতে মুখোমুখি হবে লক্ষীপুর এফসি বনাম হ্মার অ্যাসোসিয়েশন সোনাই ব্লক (জুনিয়র)।

Spread the News
error: Content is protected !!