বিজেপির জাতীয় মুখপাত্র প্রাক্তন বিধায়ক এম কিকনের দলত্যাগ
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : বিজেপির জাতীয় মুখপাত্র এম কিকন দল ছাড়লেন। নাগাল্যান্ডের ওয়াখা জেলার ৪০তম ভান্ডারি আসনের দুইবারের বিধায়ক কিকন দলত্যাগ করেছেন। প্রাক্তন বিধায়ক ও বিজেপির জাতীয় মুখপাত্র ম্মহনলুমো কিকন আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রাথমিক ও সক্রিয় সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন।
রাজ্য বিজেপি সভাপতির কাছে পাঠানো এক পদত্যাগপত্রে ম্মহনলুমো বলেন, তিনি গভীর চিন্তাভাবনা ও আত্মসমীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিকন জানান, সমাজের জন্য ভিন্ন উপায়ে অবদান রাখতে তাঁকে সক্ষম করবে এমন নতুন জনসম্পৃক্ততা ও নীতি-নির্ধারণমূলক কাজের ক্ষেত্র অনুসন্ধানের প্রয়োজন থেকেই তাঁর এই সিদ্ধান্ত এসেছে।
পদত্যাগপত্রে “জনগণের সঙ্গে যুক্ত হওয়ার এবং নীতিগত কাজের নতুন পথ অনুসন্ধানের” ইচ্ছা প্রকাশ করা হয়েছে।