শ্রীভূমিতে ন্যায্য মূল্যের দোকানী ও সমবায় সমিতিগুলির সঙ্গে বৈঠক কৌশিক রায়ের
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বৃহস্পতিবার শ্রীভূমির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জেলার সব ন্যায্য মূল্যের দোকানী ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের বিভাগের অভিলাষী প্রকল্প সম্পর্কে সচেতন করতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, শ্রীভূমি পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক, এডিসি নিলোৎপল পাঠক, রামকৃষ্ণ নগরের পুরনেত্রী প্রতিমা নাথ, এক্সিকিউটিভ অফিসার সুভাস দাস, প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত ডিডিএস আলমগীর লস্কর সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ন্যায্য মূল্যে দোকানী ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা এবং বিশিষ্ট নাগরিকরা অংশ গ্রহণ করেন।
সম্মেলনে মন্ত্রী জানান, আগামী নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ডপিছু এক কেজি করে প্যাকেট করা ডাল, চিনি ও লবণ ন্যায্য মূল্যের বিনিময়ে প্রদান করা হবে। এতে তিনি বলেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতিমাসের এক থেকে দশ তারিখের মধ্যে অন্ন সুরক্ষার দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে বিনা মূল্যের চাল বিতরণ করার পাশাপাশি নভেম্বর মাস থেকে ন্যায্য মূল্যের দোকানীরা এই ভাল মানের ডাল, চিনি ও লবণ নির্ধারিত মূল্যে হিতাধিকারীদের প্রদান করবেন। এতে মসুর ডালের মূল্য ধার্য করা হয়েছে ৬৯ টাকা, চিনি ৩৮ টাকা ও লবণ ১০ টাকা। তিনি ন্যায্য মূল্যের দোকানীদের সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রীগুলি তুলে দিতে পরামর্শ দেন। এতে ডাল চিনি ও লবণ বিতরণে প্রতিটি সামগ্রীর জন্য পৃথকভাবে ই-পস মেশিনে এন্ট্রি করতে হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল ও এক্সিকিউটিভ অফিসার সুভাস দাস জেলা গণবণ্টন ব্যবস্থায় ৯৮ শতাংশ সফলতা এসেছে বলে তারা ন্যায্য মূল্যের দোকানীদের অভিনন্দন জানান এবং বাকী দুই শতাংশেও সফলতা নিয়ে আসতে আহ্বান জানান।