অসম মন্ত্রিসভা বৈঠকের দশটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বৃহস্পতিবার অনুষ্ঠিত অসম সরকারের মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

আজকের মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ঘোষিত মূল সিদ্ধান্তসমূহ নিচে তুলে ধরা হলো:

১. অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অবসর গ্রহণের বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ বছর করা হয়েছে।

২. উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৪টি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

৩. জেলা সদর শহরগুলোতে বইমেলা আয়োজনের জন্য সরকার ৫ লাখ টাকা করে অনুদান দেবে। উপজেলা বা ছোট শহরে মেলা হলে ২.৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।

৪. বাকসা জেলার গোভারধনে একটি নতুন বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিস) খোলা হবে। বিএলটি (বিটি আর)-এর আওতায় মোট ২৩টি বিডিও অফিস কাজ করবে।

৫. মিশন বসুন্ধরা ৩.০ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ৩৬ হাজার স্কুল, কলেজ, নামঘর ও সরকারি প্রতিষ্ঠানের নামজারি (মালিকানা হস্তান্তর) সম্পন্ন হবে।

৬. রাজ্যের ১,০০০ যুব লেখককে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এই লেখকদের তালিকা প্রস্তুত করবে অসম প্ৰকাশন পরিষদ।

৭. ‘কিতাপর বৰ্ষ’ উদযাপনের অংশ হিসেবে, ১৬ আগস্ট থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানে গামোছার সঙ্গে একটি করে বই উপহার দেওয়া বাধ্যতামূলক হবে।

৮. রাষ্ট্রীয় সরকারের সব কর্মচারীকে নভেম্বর মাসে অতিরিক্ত ১,০০০ টাকা করে প্রদান করা হবে, যা দিয়ে বই কিনতে হবে এবং রসিদ জমা দিতে হবে। এই কর্মসূচির জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৯. সরকারি উদ্যোগে প্রকাশিত সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার জীবনীমূলক গ্রন্থ ১২ লাখ পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

১০. অরুণোদয় প্রকল্পের ৩৮ লাখ সুবিধাভোগী পরিবারের জন্য বিশেষ বইয়ের প্যাকেট (টোপোলা) পাঠানো হবে।

Spread the News
error: Content is protected !!