বরাক তরঙ্গ, ৫ আগস্ট : ফের ঘুষ কাণ্ড। ঘুষ নেওয়ার অভিযোগে আরও এক লট মণ্ডল গ্রেফতার হলেন। ধৃত ব্যক্তির নাম হিরেন নাথ। তিনি ডিব্রুগড় জেলার মরান রাজস্ব সার্কল অফিসারের জমি নিবন্ধন সহকারী।
এক মহিলার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন হীরেন নাথ।