গাজায় একদিনেই নিহত ৯৪, প্রাণহানির সংখ্যা ৬১ হাজারের কাছাকাছি

৫ আগস্ট : সোমবার গাজার উপত্যকায় ইজরায়েলি বিমান বাহিনীর একদিনের অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার ৯৩৩ জনে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত করতেই এই সামরিক অভিযান চালাচ্ছে। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারের মতো পর্যাপ্ত সরঞ্জাম বা জনবল ফিলিস্তিনিদের হাতে নেই। আহতদের চিকিৎসা দেওয়ার জন্যও প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসক সংকটে পড়েছে হাসপাতালগুলো। এছাড়া ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করে আরও বলা হয়, খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপরও হামলা চালানো হচ্ছে। সোমবার ত্রাণ নিতে আসা অবস্থায় গাজার বিভিন্ন এলাকায় ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন।

Spread the News
error: Content is protected !!